
নিজস্ব প্রতিবেদক -শেখ কামালের ৭৩ তম জম্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর যুবলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু উদ্যোগে রান্না করে খাবার বিতরণ।
শুক্রবার ০৫ আগস্ট সন্ধ্যায় শহরের তমিজ মার্কেট চকবাজার ও স্টেশনে খাবার বিতরন করেন। সাবেক জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠক বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের কয়েকশত মানুষের খাবার বিতরণ করা হয়েছে।