লক্ষ্মীপুর প্রতিনিধি –
লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ ডিসেম্বর জেলা লিগ্যাল এইড কমিটি, লক্ষ্মীপুর ও এইড-কুমিল্লা এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে উত্তর হামছাদী ইউপি কার্যালয় প্রাঙ্গনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফাহদ বিন আমিন চৌধুরী।
এসময় তিনি গণশুনানীতে উপস্থিত প্রায় ৬৫ জন নারী ও পুরুষের লিগ্যাল এইড বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাৎক্ষণিক প্রতিকার ও পরামর্শ দিয়েছেন। গণশুনানীতেই চারজন বিচারপ্রার্থীকে লিগ্যাল এইডের সেবার আওতায় আনা হয়। এছাড়াও লিগ্যাল এইড সেবা নিয়ে যে কোন অভিযোগ, পরামর্শ তিনি গণশুনানীতে আহ্বান করেন। সরকারের লিগ্যাল এইডের সেবাকে এভাবেই অসহায় বিচারপ্রার্থীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর সভাপভিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী প্রমুখ।