
নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ২য় তলার একটি কক্ষকে সুসজ্জিত করে অসুস্থ, বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য প্রিমিয়াম রুমের শুভ উদ্বোধন।গত বৃহস্পতিবার ২৮ জুলাই দুপুরে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলাপ্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
লক্ষ্মীপুর জেলা পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরান হোসেন, জেলা সমাজ সেবা দপ্তরের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, সাধারণ গ্রাহকদের সাথে মুক্তিযোদ্ধা, বয়স্ক ও প্রতিবন্দ্বীরা লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। তাই তাদের জন্য এ বিশেষ সেবা চালু করা হয়েছে। তাছাড়া একসময় পাসপোর্ট করতে আসা গ্রাহকদের অন ইচ্ছা শর্তেও ভোগান্তিতে পড়তে হতো। আশা করি প্রযুক্তিগত পরিবর্তণের কারণে গ্রাহকদের এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে না। সেবা প্রত্যাশিদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। কোন অনিয়ম হলে জেলা প্রশাসক অবহিত করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অসুস্থ, বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এটি করা হয়েছে। দীর্ঘ সময় যেন লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য আমাদের পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মহোদয়ের পরিকল্পনা মত এ প্রিমিয়াম রুম করা হয়। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন প্রায় ১৩০ টির মতো পাসপোর্টের আবেদন গ্রহন করা হয় এবং একই পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়।