করোনাভাইরাসের রক্তচোখ উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়ে গেল ইউক্রেনিয়ান ফ্যাশন উইক স্প্রিং-সামার ২০২১। তবে করোনা জুজু যে যায়নি, সেটা সচেতনভাবেই মাথায় রেখেছেন ডিজাইনাররা। তাই মাস্ক হয়ে গেছে ডিজাইনারদের সংগ্রহের অংশ। ফলে পোশাকের সঙ্গে অনুষঙ্গ হিসেবে মাস্ক প্রদর্শিত হয়েছে রানওয়েতে। এই আসরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্মানিত অতিথি ফ্যাশন ডিজাইনার অ্যানেট গোরৎজের ‘মেডফর’ কালেকশন। এই সংগ্রহ বিক্রির একাংশ ব্যয় হবে বাংলাদেশের চোখে ছানিপড়া দুস্থ মানুষের চিকিৎসায়।
রিলেটেড নিউজ
December 31, 2020
September 5, 2020