লক্ষ্মীপুর প্রতিনিধি -লক্ষ্মীপুর সদর উপজেলা হামছাদী ইউনিয়ন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়। রবিবার ৬ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়নে ২৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রতি জনকে ২ কেজি করে ব্যুরো হাইব্রিড বীজের উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার দেলোয়ার হোসেন, উত্তর হামছাদ ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেনসহ আরো অনেকই।
এই সময় ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, আওয়ামিলীগ সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের অবদান বলে শেষ করা যাবে না। প্রতি হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আওয়ামিলীগ সরকার।