লক্ষ্মীপুর প্রতিনিধি –
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর হর্কাসলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হর্কাসলীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বিএলএপ কমান্ডার নবী নেওয়ার করিম বকুল চৌধুরী ছোট ভাই নবী মাহেনুর করিম চৌধুরী মান্নুর নেতৃত্বে রায়পুর পৌরসভায় মানবন্ধন কর্মসূচী করা হয়।এই সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ও রায়পুর পৌর হর্কাসলীগের নেতৃত্ব বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।