লক্ষ্মীপুর প্রতিনিধি – কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে শ্রমিকলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা আলিয়া মাদরাসা এলাকায় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিন তেমুহনীতে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সদর থানা আওয়ামীলীগের আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক ইউসুফ পাটোয়ারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।