
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও কর্মক্ষেত্রে এর যথাযথ প্রতিফলনের মাধ্যমে সহজে এবং দ্রুততম সময়ে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুর জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পদকে ভূষিত হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেন।
গত বৃহস্পতিবার (২৯ জুন) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও সনদ বিতরণী করা হয়েছে।
এ বছর লক্ষ্মীপুর জেলা প্রশাসনের শুদ্ধাচার প্রদান সংক্রান্ত যাচাই বাছাই কমিটি মোট ৪ জনকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় এবং কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখিত গত ১১ অক্টোবর ২০২১ ইং মো: ইমরান হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি স্বল্প সময়ে ২১টি ইউনিয়ন, ১টি পৌরসভা, দুটি থানার সমন্বয়ে গঠিত বিশাল আয়তনের লক্ষ্মীপুর সদর উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীকে সেবাদানের মাধ্যমে উপজেলাবাসী এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট করতে সমর্থ হন।