নিজস্ব প্রতিবেদক –
লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন মো. জাহিদুল ইসলাম, মো. সুজন ও মো. জসিম উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ জাহিদুল ইসলামকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, মো. জাহিদুল ইসলামকে সদর উপজেলা মৎস্য অফিস থেকে বদলী করে দাউদকান্দি উপজেলা মৎস্য অফিসে সংযুক্ত করা হয়েছে।