নিজস্ব প্রতিনিধি -কুয়েত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন। যুগ্ম আহ্বায়ক হিসেবে লক্ষ্মীপুরের সাবেক পৌর ছাত্রদল নেতা আব্দুল মালেক নাম ঘোষণা করা হয়। গত নভেম্বর ২২ রবিবার কুয়েত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব সওকত আলী।
আব্দুল মালেক বলেন কুয়েত মহানগর বিএনপি’র আহবায়ক কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় কুয়েত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক শ্রদ্ধেয় মাষ্টার নুরুল ইসলাম সাহেব ও সদস্য সচিব মোঃশওকত আলী,কাজী মঞ্জু আলম ভাই সহ কুয়েত কেন্দ্রীয় বিএনপি’র সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার উপর অর্পিত দায়ীত্ব- শতভাগ সততা, নিষ্ঠা ও দায়ীত্ববোধ রেখে পালন করে কুয়েত মহানগর বিএনপি কে মডেল ইউনিট, গতিশীল ও সু-সংগঠিত করে তুলবো ,,,ইনশাহল্লাহ।বহিঃবিশ্বে মহানগর/প্রদেশ কমিটি গুলা বাংলাদেশে উপজেলা পদমর্যাদায়।)