নিজস্ব প্রতিবেদক- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এল.এ.ডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদন করেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।
বুধবার ২৫ (নভেম্বর) চৌরাস্তা অর্নিবান ক্লাবের আয়োজনে, টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন রবিনের সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌরাস্তা বাজার মার্চেন্ট কমিটির সভাপতি, মোক্তার হোসেন বিপ্লব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এমরান হোসেন রুবেল হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শিরিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,আব্দুল্যাহ আল মাহমুদ সৈকত,ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক শিহাবুর রহমান শিহাব, সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান ঢালী,ইউপি প্যানেল চেয়ারম্যান মানিক মিয়া, ইউপি সদস্য মহসিন মোল্লা সহ প্রমূখ।