লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুরে ড্রাগ লাইসেন্স বিহীন ব্যবসা করায় ঔষধ ব্যবসায়ী বিরুদ্ধে মামলা ১০ হাজার টাকা জরিমানা কারা হয। জেলা কমলনগর উপজেলার নবীগঞ্জবাজের মেসার্স আরাফাত ফার্মেসী বিরুদ্ধে The Drugs Act 1940 এর 18 (c) ধারায় মামলা করা হয়। গত ৪-৯-২০১৯ ইং ফার্মেসী পরিদর্শনকালে ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধের ব্যবসা করা করেন কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর নোটিশ জবাব প্রদান না করার কারণে গত ৩১-১২-২০১৯ ইং মামলা করা হয় মামলার নং ৬৬৭/২০১৯।
রবিবার ২২ নভেম্বর বিজ্ঞ সিজিএম কোর্ট, লক্ষ্মীপুর কর্তৃক দশ হাজার টাকা জরিমান করেন। সূত্রে জানা যায় মেসার্স আরাফাত ফার্মেসীর ড্রাগ লাইসেন্স বিহীন ব্যবসা করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী বলেন মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুর রহমান মহোদয়ের নির্দেশ আছে যে দেশে কোন ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী থাকবে না।
আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর আরো কঠোর অবস্থানে থাকবে।তিনি আরো বলেন কমলনগরে লাইসেন্স বিহীন ব্যবসা করার কারণে মামলা করা হয় বিজ্ঞ সিজিএম কোর্ট, লক্ষ্মীপুর কর্তৃক দশ হাজার টাকা জরিমানা করা হয় ।