
নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শতাধিক পথচারী, ভ্যান ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় এ ইফতার বিতরণ করতে দেখা যায়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন,ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক রাছেল, ,সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন,যুগ্ম-সাধারন সম্পাদক,রাছেল মাহমুদ,সদস্য,ফারুক,ফয়সাল মাহমুদ,আবদুর রহিম সহ প্রমুখ।
জানতে চাইলে যুবলীগ নেতা রাছেল বলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপুর নির্দেশে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের পুরো রমজান মাসব্যাপী এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।