
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে কালেক্টরেট ক্যান্টিনে এ সম্মেলন হয়। এতে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন মহসিন কবির ভূঁইয়া ও সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মামুন।
সম্মেলনে সদ্য বিদায়ী সভাপতি সফিক উল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আজাদ হোসেন প্রমুখ।
নতুন সভাপতি-সম্পাদককে বিভিন্ন পেশাজীবী সংগঠন শুভেচ্ছা জানান।