ফয়সাল কবির – লক্ষ্মীপুর সদর উপজেলা ৬নং বাঙ্গখাঁ ইউনিয়নে জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার ১১ জানুয়ারি গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর থানা কৃষকলীগের আহ্বায়ক ও ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান পদে প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া আয়োজনে ১৩০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান জসিম উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী ।