
নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হয়।রবিবার ৯ জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর শহরের নিউ মার্কেট সংস্থার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আবদুল মজিদ নেহাল । গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের ২ বৎসর মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর ২০২১ ইং। যার কারনে নতুন কমিটির বিষয়ে আলোচনা করার জন্য সাধারণ সভার আয়োজন করা হলে উক্ত সাধারণ সভায় সকল সদস্য উপস্থিত না থাকায় নতুন কমিটি ও বাৎসরিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করতে সাময়িক অসুবিধা হওয়ায় আগামী ৬ মাসের জন্য আবারও কমিটির মেয়াদ বাড়ানো হয় ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মিজানুর শামীম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, সদস্য ফয়সাল কবির, জনি সাহা, শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এবং, ভাস্কর মজুমদার সহ আরো অনেকে ।