
ফয়সাল কবির, লক্ষ্মীপুর – কৃষকদলকে শক্তিশালীকরণ ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকাসহ জেলার বিরাজমা কৃষকের সমস্যা সমাধানে বলিষ্ঠ মুখপাত্রের ভূমিকার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি অনুমোদন।
এ কমিটিতে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুনকে সভাপতি ও শাহ মোঃএমরানকে সিনিয়র সহ সভাপতি, সদর উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজ রহমান সোহেলকে সাধারণ সম্পাদক,মোঃফারুখ হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, জেএইচ মিশন কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার ৬ জানুয়ারি কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সাধারণত সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ কমিটি অনুমোদন দেন। এদিকে লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদিত হওয়ায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে,কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন কমিটির সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারন সাধারন মোস্তাফিজ রহমান সোহেল।
আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটি।