কমলনগর প্রতিনিধি –
ভিক্ষুক পুনবার্সনের অংশ হিসেবে লক্ষ্মীপুর কমলনগরে ৩৬ পরিবারের মাঝে গরু বিতরণ
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগরে ৯ লক্ষাধিক টাকা ব্যয়ে ৩৬ পরিবারের মাঝে ৩৬ টি গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ কামরুজ্জামান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আঃ গাফফার ,কমলনগর উপজেলা মেজবাহ উদ্দিন বাপ্পি, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ অন্যান কর্মকতা বৃন্দ। পরে সভা শেষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত পরিবারগুলোর সদস্যদের মাঝে এসব গরু বিতরণ করেন অতিথিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানায় গ্রেট ওয়াল সিরামিক এর সহযোগিতায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।