নিজস্ব প্রতিবেদক –
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান হিজবুল বাহার রানাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা কৃষকলীগের উদ্যোগে শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরীদুন্নাহার লাইলী।
জেলা কৃষকলীগের সভাপতি ওমর ফারুক ইবনে হুসাইন ভূলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
পৌর কৃষকলীগের সভাপতি রাজু আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।