লক্ষ্মীপুর প্রতিবেদক :
৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আ’লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জেলা আ’লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সদর থানা আ’লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরীদা ইয়াসমিন লিকা, পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলম, এমরার হোসেন নান্নু,জেলা পরিষদের সদস্য মো. সাখাওয়াত হোসেন আরিফ, মাহবুব হক মাহবুব ’সহ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।