লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী পাটওয়ারী বাড়ির এবং বাংলাদেশ নার্সারি সমিতির সভাপতি ও FBCCI এর গভার্নিং বডির সদস্য মরহুম ছাদেকুর রহমানের একমাত্র ছেলে শিহাব হোসেন।
শিহাব একজন নির্যাতিত নিপিড়িত আওমীলীগ কর্মী হিসেবে সকলের কাছে সুপরিচিত।
“অষ্টম শ্রেনিতে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি চাই এই স্লোগানের প্রেমে পড়ে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়।
সে- বছর যুক্ত হয় ছাত্র রাজনীতির সাথে ”
নবম শ্রেনিতে থাকা কালীন ভবানীগঞ্জ স্কুল ছাত্রলীগে সভাপতি নির্বাচিত হন।
কলেজ জীবনে এসে সরকারী তিতুমীর কলেজের ছাত্র রাজনিতির সাথে অতোপ্রতো ভাবে জড়িয়ে পড়েন,দায়িত্ব পালন করেন মানবিক ছাত্রলীগের সভাপতি হিসেবে।
ছাত্র জীবন শেষ হলে তিনি পাড়ি দেন প্রবাসে,কিছু দিনের মধ্যে মালেশিয়া শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
“প্রবাস থেকে দেশে আসার পর তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে কাউন্সিলর দের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়।
কিন্তু গত জাতীয় নির্বাচনের পুর্বে ১৩ ডিসেম্বর ২০১৩ সালে বিরোধী দলের সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকেন।
তৎকালিন এই নেক্কারজনক হামলার নিন্দা জানিয়ে ৩০ জানুয়ারি ২০১৪ সালে ভবানীগঞ্জ ইউনিয়নে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলো।
সে-সময় শিহাবকে ত্যাগি ও নির্যাতিত নেতা হিসেবে স্বীকৃতি দেয়, কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মী স্বীকৃতি স্বরূপ প্রতি বছর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো সম্মাননা পান তিনি।
আসন্ন ইউপি নির্বাচনে শিহাব নৌকা প্রতিকের মনোনায়ন প্রত্যাশী তার স্বপ্ন ভবানীগঞ্জ ইউনিয়নকে লক্ষ্মীপুরের মধ্যে একটি রোলমডেল,মাদকমুক্ত ইউনিয়নে রুপান্তরিত করা।
” সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী”” হিসেবে যোগ্যতার বিচারে স্থানীয়রা তাকে এগিয়ে রেখেছে সবার প্রথমে
শিহাবুর রহমান ইউনিয়নে দায়িত্বে আসবেন এ নিয়ে স্থানীয়দের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাব আলোচনার শীর্ষে।
শিহাবুর রহমান (শিহাব) দীর্ঘদিন যাবত বিভিন্ন-ভাবে সামাজিক ও মানবিক সংগঠনের সাথে কাজ করে আসতেছে। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদারিত্ব অপরিসীম।
ছাত্রলীগ,যুবলীগ, বর্তমানে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়কে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকার সাধারণ জনগণের মুখে একটি নামেই আলোচনায় আসছে। তা হলো শিহাবুর রহমান(শিহাব)।
চৌরাস্তা বাজারের দোকানদার ইব্রাহিম মিয়া জানান, ব্যক্তি হিসাবে শিহাবুর রহমান (শিহাব) যোগ্য প্রার্থী তাকে সবাই ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। আসন্ন নির্বাচন ঘিরে চায়ের দোকানে,পাড়ায় ও মহল্লায় আলোচনায় ঝড় উঠেছে। সবার একটি কথা সৎ যোগ্য প্রার্থী গরীব মানুষের পাশে দাঁড়াবে এমন ব্যক্তির প্রয়োজন। আর শিহাবের মধ্যে সকল গুনই বিদ্যমান