নিজস্ব প্রতিবেদক – ১ নভেন্বর ২০০৬ সালে কিছু স্বপ্নবাজ তরুন দের হাত ধরে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলার বহুল আলোচিত সংঘঠন ” “গংগাপুর স্বাধীনতা স্পটিং ক্লাব”
প্রতিষ্ঠীত হওয়ার পর পরেই তরুনদের মাজে ব্যাপক আলড়ন সৃষ্টি করে এই সংঘঠন টি
কিছুদিন পর এই ক্লাবের পরিধী বৃদ্ধী করতে নাম পরিবর্তন করে রাখা হয় ” দন্দনপুর স্বাধীনতা স্পটিং ক্লাব
“প্রাতি বছরের নভেম্বরের ১ তারিখ আসলেই ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে দিনটি পালন করে থাকে ক্লাবের সদশ্যরা তবে এবারি প্রথম কোনো কারন ছাড়াই কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি এই সনামধন্য ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকিতে ” যা নিয়ে মিশ্রপতিক্রিয়া দেখা দিয়েছে ক্লাবের সদশ্যদের মধ্যে”
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই এই বিষয় নিয়ে খুবই বিব্রত
তবে এক প্রকার ক্ষুব্দ হয়েই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী ” এম খোরশেদ আলম ” এবং প্রতিষ্ঠালগ্ন সদশ্য মহিউদ্দিন রবিন কে নিয়ে
প্রবাসেই আনুষ্ঠানিকতা করার সিদ্ধান্ত নেন
কেক কাটা শেষে এম খোরশেদ আলম বলেন
” এই ক্লাব যাদের উপরে উঠার সিড়ি ছিলো তারাই ক্লাবকে আজ অবজ্ঞা করে চলছে,,, তিনি আরো বলেন স্বাধীনতা ক্লাব আমাদের সন্তানের মতো আর নিজ সন্তানকে অন্যরা অবজ্ঞা করলেও আমরা কখনো তা করতে পারিনা
“ভিডিও কলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক সদশ্য বিষয়টিকে অনেক লজ্জার বলে আখ্যায়িত করেন,,,তিনি বলেন ক্লাবে জন্মদিনে কনো আনুষ্ঠানিকতা হবে না এমন দিন দেখতে হবে তা আমাদের কল্পনার বাইরে