হংকংয়ে কার্যকর চীনের জাতীয় নিরাপত্তা আইন এ অঞ্চলের স্বাধীনতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। এই আইন আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতার লঙ্ঘন।
মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারস এসব কথা বলেছেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। তীব্র বিরোধিতা উপেক্ষা করে গত জুনের শেষে হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে চীন। এই আইন কার্যকর করায় চীন সমালোচিত হচ্ছে।
আইনে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকার পতন, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতমূলক যেকোনো কাজকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া এই আইনে হংকংয়ের আইনসভাকে পাশ কাটিয়ে নিরাপত্তাসংক্রান্ত যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।