করোনা মোকাবিলায় অন্যতম সফল দেশ নিউজিল্যান্ডে গত মে মাসের পর এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯ ) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অকল্যান্ডের এক হাসপাতালে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে গত তিন মাসে কারও মৃত্যু হয়নি। নতুন করোনাভাইরাস মোকাবিলায় নিউজিল্যান্ড পুরো বিশ্বেই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে দেশটিকে করোনামুক্ত হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছিল।