নিজস্ব প্রতিনিধি : আগামী ২০ অক্টোবর হতে যাচ্ছ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন।উপ নির্বাচনকে ঘিরে এর মধ্যে গোটা ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা। উপনির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীরা এরই মধ্যে তাদের নির্বাচনী প্রচার মেতে উঠেছে।
জনগণের কাছে দোয়া কামনা করে নির্বাচনী প্রার্থীদের পোষ্টারে পোষ্টের চেয়ে গেছে সকল অলি-গলিসহ উক্ত ইউনিয়নের হাট-বাজার গুলোতে। তবে এখন পর্যন্ত সর্বাদিক প্রচারনায় এগিয়ে আছেন বিএনপির মনোনিত প্রার্থী ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো নজরুল ইসলাম সরকার। আর তার সাথে নির্বাচনী মাঠে প্রতিদন্ধিতা করছেন মরহুম শাহজাহান কামালের সহধর্মিনী শাহিনুর বেগম রেখা।
এরইমধ্যে উক্ত ইউনিয়নে বিএনপির ধানের শীর্ষ মার্কা সমর্থনে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করে বেড়াচ্ছেন ইউনিয় বিএনপির যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামালের মৃত্যুর পর উক্ত ইউপি’র চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যাওয়ার পর গত মাসে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে আগামী ২০ অক্টোবর সেই শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে নতুন একজন চেয়ারম্যান মনোনিত করবেন উক্ত ইউনিয়নের জনগণ এমনটাই প্রত্যাশা সকলের।