মহিউদ্দিন রবিন – মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই চেতনাকে সঙ্গী করে পথচলা শুরু করেন,পরম বিনয়ী ব্যাক্তিত্ব মানব সেবায় নিবেদিত প্রাণ ভাবনিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বাহয়ক ” আব্দুর রাজ্জাক রাসেল”
লক্ষ্মীপুর জেলা যুবলীগ থেকে 2018 সালের সেপ্টেম্বর মাসের 05 তারিখে ভাবনিগন্জ ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়া হয়
“সেই কমিটিতে আহ্বায়ক হয় ” আব্দুর রাজ্জাক রাসেল” কে
পদ পাওয়ার পর থেকেই তিনি মাঠ পর্যায়ে ভিবিন্ন জনকল্যান মুলক কাজ করে মানুষের মনে স্থান করে নেন
তিনি মানব সেবাকে পরম ধর্ম মনে করে, মানব সেবার প্রতিশ্রুতিতে তরুন প্রজন্মের প্রবর্তক, সমাজ সেবক, মানব সেবক, শিল্প সাহিত্য, নিবেদিত থাকার এই মানসিকতা নিয়ে, অর্থ মোহের উর্ধ্বে থেকে যিনি মানব সেবা করে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, লাখো মানুষের হৃদয়ে। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে হাটি হাটি পা-পা করে। নি:স্বার্থ ভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় হাজারো মানুষের মাঝে,
করনাকালে তার সেবামুলক কাজগুলো ব্যাপক ভাবে সবার দৃষ্টি আকর্ষন করেছে যান ফলে তিনি খুবই কম সময়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন
আব্দুর রাজ্জাক রাসেল বলেন – আমি আমার স্বল্প সামর্থে সাধারন মানুষের জন্যে কিছু কাজ করার সেষ্টা করে যাচ্ছি , সামনে দিনেও এভাবেই জনসেবা মুলক কাজগুলো করে যেতে চাই,
তবে তার এলাকা বাসি মনে করেন – “আব্দুর রাজ্জাক রাসেল” এর জনসেবা মুলক কাজ গুলো খুবই প্রসংশনীয় তারা সামনের দিনে “আব্দুর রাজ্জাক রাসেল ” এর এই কাজ গুলো অব্যহত রাখার আশা ব্যক্ত করেন