বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে বিশ্বজুড়ে ব্যাপক আকারে করোনার টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে এ ব্যাপারে নাটকীয় কোনো উন্নতি তাঁরা আশা করছেন না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে বিশ্বজুড়ে বিস্তৃত আকারে করোনার টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়নের কোনো আশা আমরা করছি না।’