নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিশুসহ চারজন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) একেএমএস ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩ জন। তাঁদের মধ্যে বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট ও পাইপলাইনের ফুটো থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহত চারজন হলেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), ইব্রাহিম হোসেন (৪৩), জুয়েল (৭) ও রিফাত (১৮) । তাঁদের বাড়ি শহরের পশ্চিম তল্লা এলাকায়।