১০লক্ষ টাকায় বাঁচবে আলমগীরের জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি: ছিলেন রং মেস্ত্রী। ছোট বেলায় মা বাবাকে হারানো আলমগীর (৩৮) পরিবারে জ্বেলেছেন আশার আলো। ৪সদস্যের পরিবার নিয়ে ভালোই যাচ্ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ্য হয়ে নিভে যাওয়ার পথে তার জীবন। হার্টে মাংস বৃদ্ধির ফলে জীবন-মৃত্যুর স্বন্নিকটে আলমগীর। চিকিৎসকরা বলছেন ১০লাখ টাকা হলে হবে অপারেশন।
আলমগীর ল²ীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের সেকান্তর মাঝি বাড়ির মৃত দুধা মিয়ার ছেলে। গত ৩বছর যাবত সে হার্টের সমস্যায় ভুগছে। এতে তার যেটুকু সম্বল ছিলো সব শেষ। এখন শুধু ভিটে মাটি ছাড়া আর কিছু নেই। তাই তো চিকিৎসার খরচের জন্য সে এখন দ্বারে দ্বারে ঘুরছে। দুই শিশু সন্তান ও স্ত্রীকে ঠিক মতো খাবারও দিতে পারছে না।
আলমগীর এ্যাপোলো হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা: এম আতার আলীর তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছেন। অতিদ্রæত তার হার্টে অপারেশন করতে হবে। এতে খরচ হবে ১০লক্ষ টাকা। কিন্তু অসহায় আলমগীরের পক্ষে এ টাকা জোগার করা সম্ভব নয়। তাই সে সবার সহযোগিতা কামনা করছে। আলমগীরের মোবাইল নং-০১৭৫১০৩২০০৬, বিকাল:০১৭২৮৭৭৬০৮৬, ইসলামী ব্যাংক ল²ীপুর শাখার একাউন্ট নং-২০৫০১৯০০২০২৩৯৭৫০৫।