লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোজাম্মেল হোসেন ভূঁইয়া মাসুম। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। তার পক্ষ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক। উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভোমিক জানান মেয়র পদে ৬ জন ১৫ টি ওয়াডে সাধরণ কাউন্সিলর ৯৪ জন, সংরক্ষিত কাউন্সিলর ২০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মাসুম ভূঁইয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভাতে বর্তমান মেয়রের দায়িত্বে আছেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। যিনি জেলাব্যাপী আলোচিত এবং সমালোচিত। এবারও নৌকার মনোনয়ন চেয়ে পাননি তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি মো. মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, আইন বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়নপত্রপত্র জমাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছে। আগামী ২৮ নভেম্বর পৌরবাসী আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচনে আমি শতভাগ জয়ী হবো। দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তারা ভোট নাও করতে পারেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। এদিন মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫টি ওয়ার্ডের কাউন্সিল পদে ৯৪ জন এবং ৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, বহুল আলোচিত লক্ষ্মীপুর (সদর) পৌরসভাসহ ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ (২ নভেম্বর) মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ (৪ নভেম্বর) বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (১১ নভেম্বর) বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।