লক্ষ্মীপুর – আসন্ন ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের নৌকার কান্ডারী হিসেবে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মজিবকে স্বাগত জানাতে উপজেলার কাটাখালী ব্রীজ থেকে সোনাপুর-বালুয়া চৌমুহনী হয়ে নিজ এলাকা পযর্ন্ত সহস্রাধিক সমর্থক শত শত মোটর সাইকেল, প্রাইভেট কার, কয়েকটি পিকআফে সাউন্ড-সিস্টেম ও পোষ্টার ফেষ্টুন ব্যানার সহ বিভিন্ন মাধ্যমে শোডাউনের মধ্যে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র সংগ্রহের পর শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রামগঞ্জে প্রবেশের সময় তাকে স্বাগত জানাতে করপাড়া ইউনিয়নের কয়েক হাজার সমর্থক জড়ো হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করপাড়ায় নিজের বাড়িতে পৌঁছান তিনি। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, আমাকে করপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে সকাল থেকে পথযাত্রায় অংশগ্রহন করায় ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান। আসছে আগামী দিন সকলের জন্য শুভ ও মঙ্গল কামণায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। এতে অংশগ্রহন করেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও নেতাকর্মীসহ প্রমুখ।