২৯ বছর পর মহেশ ভাট আবার পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন তাঁর বহুল আলোচিত ছবি সড়ক-এর সিকুয়েল সড়ক টু। তবে শুরু থেকেই রীতিমতো বিপর্যয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে মহেশ ভাট পরিচালিত এই ছবিকে বয়কটের হুমকি দিচ্ছেন অনেকে। সদ্য মুক্তি পেয়েছে সড়ক টু ছবির ট্রেলার। এরই মধ্যে এটি বলিউডের সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসেবে ধরাশায়ী হয়েছে।

ইউটিউবে ছবির ট্রেলারে লাইকের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ, আর ডিজলাইক ১ কোটি ১০ লাখের বেশি। এর আগের সড়ক ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত ও পূজা ভাটকে। এবারের ছবিতে আছেন আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর। এই ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবার পরিচালনায় ফিরলেন মহেশ ভাট। তবে ফিরেই জড়ালেন বিতর্ক। শুধু বিতর্ক নয়, বিষাদও ভর করেছে ছবিটির ওপর। ছবির ট্রেলার মুক্তির ঠিক আগেই জানা যায় ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। তাই বিষাদ-বিতর্ক মিলিয়ে সড়ক টু নিয়ে এখন আলোচনার কমতি নেই। ছবিটি ২৮ আগস্ট মুক্তি পাবে।