নিজস্ব প্রতিবেদক – রামগঞ্জ উপজেলা ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব।
বরিবার ১৮ অক্টোবর বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী নিয়ে ফরম জমা দেন । চেয়ারম্যান বলেন আওয়ামী রাজনীতিতে আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি বর্তমান চেয়ারম্যান পদে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগনের সেবা নিশ্চিত করার কোন বিকল্প নেই। ০৮ নং করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাপ্রতীকের দলীয় ফরম সংগ্রহ করলাম সবার দোয়া ও সহযোগীতা চাই ।
