নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কেক কেটে শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে শ্রমিক লীগের আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি,
জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মামুনুর রশিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহমত উল্যাহ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ,পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন মাহমুদের,সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি সফু চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি, পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ন-আহবায়ক হাশেম আহমেদ রুপম, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সদস্য সচিব নাদিম মাহমুদ অন্তরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শেখ হাসিনা সবসময় দেশের আপামর জনতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় কর্মঠ মানুষের অধিকার আদায়ে সর্বদা শ্রমিক লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সর্বদা শ্রমিকদের অধিকার আদায়ে স্বোচ্চার।