নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের উদ্যোগে বস্তু বিতরণ।
সোমবার বিকেল ৪ টার সময় জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ এর নিজ অর্থায়নে হিন্দু ধর্মলম্বী নারীদের মাঝে শাড়ী বিতরন করেন।
প্রতিবছরের ন্যায় এ বছর ও তিনি দুর্গা পূজা উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সাখাওয়াত হোসেন আরিফ বলেন, আমরা হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান সকলে যার যার ধর্ম পালন করি। তবে সমাজে সকলে এক সাথে বসবাস করি মিলে মিশে। আমি সেই উপলক্ষে আমার নিজ গ্রামের সনাতন ধর্মের নারীদের মাঝে যতটুকু পেরেছি ততটুটু সহযোগিতা করেছি মাত্র।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং হামছাদী ইউপি সদস্য মিজানুর রহমান লিটন, সংবাদ কর্মী মহিউদ্দিন রবিন, জয়নাল আবেদীন প্রমূখ।