লক্ষ্মীপুর প্রতিনিধি : জন্ম থেকে শারীরিক বিকলাঙ্গ হয়ে দীর্ঘ ৩৪ বছর থেকে বিছানায় পড়ে থাকা খোরশেদ আলমকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আর তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শারিরিক প্রতিবন্ধী খোরশেদ আলম (৩৪) ও তার ছোট ভাই মনাষিক প্রতিবন্ধী মোরশেদ আলম (২৪) সহ তাদের পরিবারের করুণ চিত্র নিয়ে শনিবার সকালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অনেকের দৃষ্টি গোচর হয়।
এর পরেই ব্যক্তি উদ্যোগে খোরেশেদ আলমকে হুইল চেয়ার এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসহায় এ পরিবারটির বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর লামচী গ্রামে। তারা দিনমজুর আজাদ হোসেন ও খুরশিদা বেগম দম্পতির সন্তান। এদিকে, হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে প্রতিবন্ধী খোরশেদ আলমের মুখে। হুইল চেয়ারটি পাওয়ার পর তাতে বসে বাড়ির আশপাশ ঘুরে দেখেন।
জানা গেছে, দুই প্রতিবন্ধী ভাই ও তাদের চিত্র সংবাদপত্রে প্রকাশ হলে ও হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর এমডি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী সমাজসেবক কামরুনাহার পলিনের নিজস্ব অর্থায়নে খোরশেদকে একটি হুইল চেয়ার এবং তার পরিবারকে নগদ দশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। তার হয়ে শনিবার (৯ অক্টোবর) দুপুরে সবুজ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠনের লোকজন এ সহায়তা খোরশেদের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ‘সবুজ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু,তকি উদ্দিন আকরাম, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, মো. সোহেল রানা, নিজাম উদ্দিন, মো. ফয়সাল কবির, মহি উদ্দিন রবিন প্রমুখ।