নিজস্ব প্রতিবেদক – মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘আমরা ক’জন মুজিব সেনা’ এর সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে আয়োজিত “আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গীতিনাট্য (বাঙালির মহানির্মাণ) পরিবেশনা” অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১ অক্টোবর সন্ধ্যা টাউন হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাবিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য
(শিক্ষা)অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এ সময় উপস্থিত সুধী ও দর্শক শ্রোতার উদ্দেশ্য তিনি বলেন, ” আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কেবল প্রধানমন্ত্রী হিসেবে নয়, তিনি বিশ্বের কাছে একজন স্টেটসম্যান(রাষ্ট্রনেতা) হিসেবে সুপরিচিত। তিনি তাঁর অনন্যসাধারণ নেতৃত্ব-গুণের দ্বারা বিশ্বের কাছে আজ গণমানুষের নেতা হয়েছেন।”
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদেরকে জ্ঞানী হতে হবে; জ্ঞান-গরিমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে কেবল জ্ঞান থাকলেই চলবে না একইসাথে নেতৃত্ব-গুণ থাকা জরুরি।
তিনি আরো বলেন, বিশ্বের যেসকল রাষ্ট্র জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে, কিন্তু নেতৃত্ব ক্ষমতা নেই তাঁরা এগিয়ে যেতে পারে না।তাই আমাদের লক্ষ্য থাকা উচিত জ্ঞানের সাথে নেতৃত্ব-গুণের সংমিশ্রণের প্রতি”।
অনুষ্ঠানের উদ্বোধক করেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ এফ জসীম উদ্দিন আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাছান শাফী, প্রফেসর মাইন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, সাঈদ আহমেদ বাবু ও সৈয়দ আবু তোহা।
পরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ২৫ জনকে সনদসহ পুরস্কৃত করা হয়।