নিজস্ব প্রতিবেদক – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে লক্ষ্মীপুরের গ্রামীণ দুঃস্থ কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে ১৮টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এসময় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন-
জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব,জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, আওয়ামীলীগ নেতা বদরুল আলম শাম্মী।
প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরিফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, আরো অনেকে।
পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন অতিথিরা।