নিজস্ব প্রতিবেদক – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ভবানীগঞ্জ ইউনিয়নে যুবলীগের আয়োজনে কুরআন খতম, মিলাদ,দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে যুবলীগের উদ্যেগে দুপুরে জামেয়া মাদানিয়া এতিমখানা ছাত্র ছাত্রীদের মাঝে খাবার বিতরন করে যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সদর পৃর্ব যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জসিম,ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোছলে উদ্দিন সুমন, সোহাগুর রহমান শুভ,মোহাম্মদ মিজান, আহাছান উল্লাহ, আরও উপস্থিত ছিলেন সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন রুবেল সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া,যুবলীগ নেতা মনির হোসেন, আনোয়ার পাটোয়ারী, আপনান মিয়া, তামিম প্রমূখ।