লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অবৈধ জাল তৈরির কারখানা, জাল বিক্রয়,পরিবহন ও আমদানি বন্ধে সরকার গৃহিত কঠোর ব্যাবস্থা গ্রহনের বিধান অতিসত্বর সকল স্তরে বাস্তবায়নের দাবী জানিয়েছেন লক্ষ্মীপুরের প্রান্তিক জেলেরা। একই সাথে মৎস্য আইন ও নীতিমালা সংশোধনের দাবী জানিয়ে জেলেরা কয়েকটি সুপারিশ প্রস্তাব আকারে উপস্থাপন করেছেন। এসব প্রস্তাবে তারা জানিয়েছেন, জেলেদের স্বার্থ রক্ষায় সরকারের মৎস্য আইন ও নীতিমালায় কোথাও মূলতঃ ‘ জেলে’ কথাটির উল্লেখ নাই। তারা ওই আইনে ‘ জেলে’ কথাটির অন্তর্ভুক্তি চায়। এছাড়া জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র নির্দেশিকা ২০১৯ এর আওতায় নারী জেলেদেরকেও নিবন্ধনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন লক্ষ্মীপুরের জেলেরা। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক) এর উদ্যেগে আয়োজিত স্থানীয় জেলে প্রতিনিধিদের সাথে গনমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভায় এসব সুপারিশ ও প্রস্তাব উত্থাপন করেন জেলে প্রতিনিধিরা। জেলেদের অধিকার উন্নয়ন ও মর্যাদা নিশ্চিতকরন প্রকল্পের আওতায়
শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরস্থ ‘কোডেক’ আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় জেলেরা জানায় লক্ষ্মীপুর জেলায় প্রায় ৫৪ হাজার প্রকৃত জেলে রয়েছেন। প্রান্তিক জেলেদের স্বার্থ সংরক্ষনে তারা আরও সুপারিশ প্রস্তাব করে জানায়, নদীতে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সরকারের দেয়া পূনর্বাসন প্রকল্পে ভিজিডি চাল বিতরণে অনিয়ম রোধ করতে নিবন্ধনকৃত জেলেদের তালিকা পূনঃযাচাই পূর্বক অ-জেলেদের চিহ্নিত করে তাদের নাম বাদ দিতে হবে। একই সাথে মৃত জেলেদের সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সরকারের প্রণোদনা সহযোগীতা ওই পরিবারে অব্যাহত রাখতে হবে। তাছাড়া ভিজিডি চাল বিতরণে গ্রাম পর্যায়ে বাস্তবায়ন সংস্থার টোকেন প্রথা বন্ধ করে নিবন্ধন কার্ড এর কপিতে স্বাক্ষর প্রদান করে বিতরণের ব্যাবস্থা করতে হবে। আইন অনুযায়ী ক্ষতিকর কম ফাঁস বিশিষ্ট জাল ব্যাবহার নিষিদ্ধ থাকলেও বড় ফাঁস বিশিষ্ট জালের ব্যাবহার এর বৈধতা দিতে হবে বলে জানায় জেলে প্রতিনিধিরা। এদিন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম। প্রকল্প কর্মকর্তা মো. হানিফ এর সঞ্চালনায় এসময় সুপারিশ ও প্রস্তাব সহ বক্তব্য দেন জেলে প্রতিনিধি মো. সোহরাব হোসেন,নিজাম উদ্দিন ফোরকান প্রমুখ। মতবিনিময় সভায় লক্ষ্মীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার প্রতিনিধিবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলের পুরুষ ও নারী জেলে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।