নিজস্ব প্রতিবেদক – কমিটি হওয়ার প্রায় চার বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটা রেস্টুরেন্টে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন,চট্টগ্রাম সাংগঠনিক দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম,সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান চপল।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নেতা মোঃ শামসুল ইসলাম পাটোয়ারী,এড রিগ্যান চৌধুরী,মুক্তার হোসেন চৌধুরী কামাল,এ্যাডভোকেট শওকত হায়াত,মোজাম্মেল মিশু প্রমূখ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমানের সঞ্চালনায় জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় জেলা যুবলীগের নেতা ও জেলার নয়টি সাংগঠনিক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীর মিছিলে মিছিলে মুখরিত ছিল বর্ধিত সভা প্রাঙ্গণ।
কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
এদিকে যুবলীগ সূত্রে জানা যায়, সভায় কেন্দ্রীয় নেতারা দলকে ঢেলে সাজাতে নানা দিক নির্দেশনা দেন। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটি ও আহ্বায়ক কমিটি গঠনে আগামী দু’দিনের মধ্যে কেন্দ্রের অনুমতি নিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ নভেম্বর সম্মেলনে ভোটের মধ্যেমে জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপুকে সভাপতি ও সাবেক ৭নং বশিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন।
উপজেলা ও পৌর সবগুলো কমিটির মেয়াদ উত্তীর্ণ । এছাড়া জেলা যুবলীগের বর্তমান কমিটিও প্রায় চার বছর দায়িত্ব পালন করে চলেছে।