ফেব্রুয়ারি থেকে আগস্ট—এই ছয় মাসে কোথাও সশরীরে দেখা মেলেনি চিত্রনায়িকা শবনম বুবলীর। করোনাকাল শুরুর আগে থেকেই এই অভিনেত্রী লোকচক্ষুর আড়ালে চলে যান। এ নিয়ে শুরু হয় ফিসফাস, গুঞ্জন, বিতর্ক। ‘বুবলী অন্তঃসত্ত্বা’—লোকমুখে এমনটাও শোনা যায়। তবে এসবের কোনো সত্যতা এখনো মেলেনি। আবার সবার সামনেও আসেননি এই নায়িকা।
‘বুবলী কোথায় আছেন, কেমন আছেন?’—এই প্রশ্নের সঠিক জবাব তাঁর চলচ্চিত্রের সহশিল্পী, পরিচালক, ভক্ত কারও কাছেই নেই। বুবলী সর্বশেষ বীর ও ক্যাসিনো নামের দুটি ছবির শুটিং করছিলেন। দুটি ছবির শুটিং শেষ করে লোকচক্ষুর আড়ালে চলে যান এই নায়িকা। নাম প্রকাশে অনিচ্ছুক বুবলী অভিনীত এক ছবির পরিচালক বলেন, ‘যা রটে তা কিছুটা হলেও ঘটে। সবই গুজব নাকি সত্যি, সময়ই বলে দেবে।’