নিজস্ব প্রতিবেদক – বৈশ্বিক মহামারীর কারনে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।রবিবার ১২ সেপ্টেম্বরে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন ও বিজয়নগর উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব রহমান, ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডর মেম্বার আব্দুল মালেক এছাড়াও স্কুলের শিক্ষকগন, এলাকার স্ব চেতন লোকগুলো। এসময় ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু জানান, শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহারে আগ্রহ বাড়ানোর জন্য আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতে আমার এ ধারা অব্যাহত থাকবে।