নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুরের জনপ্রিয় স্থানীয় দৈনিক ভিশন পত্রিকার স্টাফ রির্পোটার নিয়োগ পেলেন মহি উদ্দিন রবিন
ভিশন পত্রিকার অফিসে শুক্রবার (২৭ আগস্ট) সম্পাদক এ.কে.এম সালাহ উদ্দিন টিপু নিজেই পরিচয়পত্র ও নিয়োগপত্র তুলে দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
মহি উদ্দিন রবিন ইতিপূর্বে লক্ষ্মীপুর দর্শক মন্ডিত লক্ষ্মীপুর বিচিত্রার সাপ্তাহিক আঞ্চলিক খবর “আঙ্গো ভাষায় আঙ্গো খবরের”নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করে আসছিলেন এবং সরকারী নিবন্ধিত বাংলা ৫২ নিউজের মধ্যেপ্রাচ্যের চিফ ব্যুরো হিসেবে কর্মরত ছিলেন।
মহি উদ্দিন রবিন একান্ত সাক্ষাৎকারে জানান, এই পেশায় একমাত্র আসার উদ্দ্যেশ্য হলো লক্ষ্মীপুরের সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার জন্য, সকলের কাছে দোয়া কামনা করেন এই সংবাদকর্মী।