নিজস্ব প্রতিবেদক – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রবিবার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব মাহাবুবুর রহমান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দীন লিটন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, হামছাদী আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: সুমন, মো: দেলোয়ার হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন, মো: হাফিজুর রহমান, মো: সুমন হোসেন, জহিরুল ইসলাম সহ সকল ওয়ার্ড আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এই সময় চেয়ারম্যান এমরান হোসেন (নান্নু) বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগষ্ট ঘাতকদের হাতে সহপরিবারের মৃত্যুর ৪৬তম বছর। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা এই দেশ পেয়েছি কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধু কে বাচতে দেয় নাই, বঙ্গবন্ধুর খুনিরা এখন বাংলাদেশের আনাচেকানাচে লুকিয়ে থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করছে। সবাইকে সেই দিকে খেয়াল রাখতে হবে।