নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রবিবার (১৫ আগস্ট) সকালে ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় উপস্থিত ছিলেন ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুটি চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমূখ। বৈশ্বিক মহামারি করোনা-ভাইরাস সংক্রমণের কারণে প্রতিকূল পরিবেশে দিবসটি পালিত হয়। কোভিড-১৯ এর ঝুঁকি চিন্তা করে সব কর্মসূচি সীমিত পরিসরে করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শদ্ধা জানান।