নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামে খালের উপর থাকা নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ অভিযান চালিয়ে খালের উপর থাকা স্থাপনাটি গুঁড়িয়ে দেয়।
তিনি জানান, বাঙ্গাখাঁ মৌজায় সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত খাল শ্রেণী হিসেবে ব্যবহৃত জমিতে অস্থায়ীভাবে দোকানঘন নির্মাণ করা হয়েছে। খবর পেয়ে সেটি উচ্ছেদ করা হয়। এতে সদর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহযোগীতা করেন।
জানা গেছে, বাঙ্গাখাঁ গ্রামের ইমরান আলীর পুত্র জয়নাল আবেদীন ‘দানাই-পানাই’ নামক খালের জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ শুরু করেন। এতে বর্ষা মৌসুমে পানির নাব্যতা হ্রাসসহ শীতকালে সেচ কার্যক্রম বিঘিœত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান চালানো হয়।