নিজস্ব প্রতিবেদক – পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ও রায়পুর উপজেলার জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রায়পুর উপজেলা বিএনপির সদস্য ও কুয়েত বিএনপির সাবেক সাধারণত সম্পাদক প্রকৌশলী কাজী মন্জুরুল আলম,
শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন ,এক শুভেচ্ছা বার্তায় কাজী মন্জুরুল আলম, বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল আযহা ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদও পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমণরোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।