নিজস্ব প্রতিবেদক – লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর জম্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৫ জুলাই সালাহ্ উদ্দিন টিপুর ৪৪ তম জন্মদিন উপলক্ষে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া উদ্যোগে উপজেলা বিভিন্ন যায়গায় হতদরিদ্রর,রিকশাওয়ালা ও শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া বলেন জেলা যুবলীগের সভাপতি সালাহ্ উদ্দিন টিপু ভাইয়ে জন্মদিন উপলক্ষে রায়পুর উপজেলা বিভিন্ন যায়গায় রিকশাওয়ালা, হতদরিদ্র অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।