লক্ষ্মীপুর প্রতিনিধি -লক্ষ্মীপুরে ১৮ নং কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন উদ্যোগে ইউনিয়নের ৪০ টি মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে মসজিদের ঈমাম ও কমিটির হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। ইউপি সদস্য সহ বিভিন্ন মসজিদের ঈমাম ও মসজিদ কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
করোনা মোহামারি থেকে জনগনকে সাস্থ্য সচেতন করতে মরিয়া হয়ে কাজ করছেন, এরই মাঝে প্রধানমন্ত্রীর উপহার এবং নিজ থেকে সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থেকে কাজ করছেন চেয়ারম্যান নুরুল আমিন।
ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ৪০ টি মসজিদ, বিভিন্ন দুঃস্থ অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে দশ হাজার পিজ মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।